ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৪ - ৩:৪৬ পূর্বাহ্ন

ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই ইমরান উকিল

  • আপডেট: Saturday, January 27, 2024 - 7:46 am

কেরানীগঞ্জ সংবাদদাতা।। ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার এসআই মো. ইমরান উকিল।

গত ২৫ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় ঢাকা পুলিশ লাইন্স, মিলব্যারাক কনফারেন্স হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এস.আই মো.ইমরান উকিলের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (পিপিএম বার)।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফস আমিনুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার,ডিএসবি মোঃ সাজেদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার গোয়েন্দা শাখা, মোবাশশিরা হাবিব খান,পিপিএম মোঃ শাহাবুদ্দিন কবীর, বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল

উল্লেখ্য, এস.আই ইমরান উকিল ডিসেম্বর ২০২৩ এ ঢাকা জেলার অন্তর্গত ৭ টি থানার ভিতরে সর্বাধিকসংখ্যক সাজার পরোয়ানাভুক্ত আসামী,জিআর ও সি,আর সহ সর্বাধিক সংখ্যক পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। এই কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা স্মারক পেলেন কেরানীগঞ্জ দক্ষিন থানার এসআই মো.ইমরান উকিল।

বাংলাদেশ পুলিশ বাহিনী প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পুলিশ নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির ও অপহরণ বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। বাংলাদেশ পুলিশ।