ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
মিরসরাই প্রতিনিধি।
চট্টগ্রামের মিরসরাইয়ের ফেনাপুনি এলাকায় বিএসআরএমের স্ক্র্যাপবাহী লরি উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে দুর্ঘটনাটি ঘটে। এতে গাড়ির চালক ও হেলপার আহত হন। সড়কের মাঝে গাড়িটি পড়ে থাকায় সকাল থেকে প্রায় ৫ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী লোকজনকে।
স্থানীয়রা জানান, সকালে স্ক্র্যাপবোঝাই লরিটি সড়কের মাঝের বিভাজকে উল্টে যায়। গাড়ির পেছনের অংশ আলাদা হয়ে স্ক্র্যাপগুলো সড়কে পড়ে থাকে। এতে চট্টগ্রামমুখী লেনে মিরসরাই ফিলিং স্টেশন থেকে মিঠাছড়া পর্যন্ত যানজট দেখা দেয়।
স্কুলশিক্ষক হামিদা আবেদিন পলি জানান, সকালে মিরসরাই সদর থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে দেখি রাস্তায় যানজট। পরে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বাধ্য হয়ে উল্টো পথে গন্তব্যে পৌঁছাই।











