ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:০৪ অপরাহ্ন

ঢাকা থেকে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট: Friday, November 22, 2024 - 3:19 pm

জাগোজনতা অনলাইন :  রাজধানীর জুরাইন এলাকায় অটোরিকশা চালকদের অবরোধে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিট থেকে এই রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি  নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, অটোরিকশা চালকদের অবরোধে নিরাপত্তার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷ মূলত ঢাকা-নারায়ণগঞ্জ রুট ও ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যেসব ট্রেন বিভিন্ন গন্তব্যে যায় সেগুলো বন্ধ রয়েছে৷ পুলিশ আমাদের এখনো ক্লিয়ারেন্স দেয়নি৷ ক্লিয়ারেন্স পেলে আমরা ট্রেন চলাচল শুরু করবো৷

এদিকে, জুরাইন রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিন অটোরিকশা চালকরা বেলা ১১টা থেকে রেললাইন দখল করে অবরোধ শুরু করেন।