টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে ছয়জন কৃষক অপহৃত
কক্সবাজার প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং মিনাবাজার ৬নং ওয়ার্ড সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কৃষি ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় অপহরণকারীরা তাদের জিম্মি করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. শাহ জালাল।
তিনি বলেন, ‘সকালে কৃষি কাজে যাওয়ার পথে পাহাড়ি অস্ত্রধারীরা কৃষকদের জিম্মি করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃত কৃষকদের দ্রুত উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রয়োজন।’
অপহৃতরা হলেন- মো. জমির (৬২), শফি আলম (১৩), মো. আলম ওরফে মাহাত আলম (১৮), জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০)। এই চারজনের বাড়ি ঝিমংখালী, মিনাবাজার, টেকপাড়া, ওয়ার্ড নং-০৬ এলাকায়। এছাড়া মোজাহের (৬০) ও মোস্তাক (১২) উভয়ের বাড়ি ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্প, ওয়ার্ড নং-০৬ এলাকায়।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, ‘হোয়াইক্যং মিনাবাজার আশ্রয়ণ কেন্দ্র এলাকার ৬ জন কৃষক পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গেলে পাহাড়ি ডাকাত দল তাদের তুলে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। আমরা তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি।’
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কৃষিক্ষেতে কাজ করতে যাওয়ার সময় স্থানীয় ওই ৬ জন কৃষক অপহরণের শিকার হন। ঘটনার পর এখনো পর্যন্ত অপহরণকারীদের পক্ষ থেকে কোনো মুক্তিপণের দাবি জানানো হয়নি। অপহৃত কৃষকদের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনি সময়ে প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিয়ে পাহাড়ি সশস্ত্র অপহরণ চক্র বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ভাষ্য, নির্বাচন কার্যক্রমের পাশাপাশি পাহাড়ি সন্ত্রাসীদের ওপর প্রশাসনের আরও তীক্ষ্ণ নজরদারি প্রয়োজন। অন্যথায় পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ মানুষ একের পর এক অপহরণের শিকার হয়ে মুক্তিপণ দিতে বাধ্য হবে, নতুবা লাশ হয়ে ফিরবে—এমন আশঙ্কাও প্রকাশ করেন তারা। পাহাড়ি সন্ত্রাস দমনে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।











