ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৬:৩০ পূর্বাহ্ন

জমকালো আয়োজনে ধামরাই উপজেলা প্রেস ক্লাবের অভিষেক

  • আপডেট: Monday, October 16, 2023 - 4:55 am

ইউসুফ আলী খান।।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ধামরাই উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবার) সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ের মুন্ন কমিউনিটি সেন্টারে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

ধামরাই উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও জাতীয় দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম খানের সভাপতিত্বে উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ২০ আসনের (ধামরাই) নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, আমেনা নূর ফাউন্ডেশন ও আব্দুল আজিজ জামিয়া ইসলামীয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান (সিআইপি)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোহাদ্দেস হোসেন।

ধামরাই উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য মো: সানাউল হক সূজন, ধামরাই থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পীরজাদা সৈয়দ আহমেদ মুকুল,ধামরাই সরকারি কলেজ এর ছাত্রলীগের সাবেক সভাপতি মো: হাবিবুর রহমান খান হাবিব,ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার আবু সাইদ মিয়া,ধামরাই থানা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমজাদ হোসেন।
সাভার প্রেসক্লাবের সভাপতি ও বাংলাটিভির প্রতিনিধি মো: জাভেদ মোস্তফাসহ সাভার, আশলিয়া, সাটুরিয়া ও ধামরাইয়ের সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।