ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১:১৪ অপরাহ্ন

শিরোনাম

চন্দ্রঘোনায় পুলিশের অভিযানে চোলাই মদসহ একজন আটক

  • আপডেট: Wednesday, March 6, 2024 - 12:42 pm
ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি)  প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে পাচারকালে দেশীয় তৈরী ২০ লিটার  চোলাই মদ সহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ক্যচিংমং মারমা ২ নং রাইখালী ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের লেমুছড়ি এলাকার বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল হক।
গত মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯.৪০ মিনিটে রাইখালী ফেরিঘাট এলাকার টেকের মোড় এলাকায়  থানার ওসি আনছারুল হক এবং এস আই আশীষ সঙ্গীয় পুলিশ  ফোর্স সহ গোপন সংবাদদের ভিত্তিতে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ পাচারকালে ক্যচিংমং মারমাকে আটক করা হয়।
ওসি জানান, আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।