ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম

চন্দ্রঘোনায় পুলিশের অভিযানে গাঁজাসহ একজন আটক

  • আপডেট: Wednesday, March 6, 2024 - 12:39 pm
ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করেছে।
গত মঙ্গলবার(৫ মার্চ) দুপুরে রাজস্থলী উপজেলার  বাঙ্গালহালিয়া থেকে তাকে আটক করা হয়। আটক ব্যাক্তির নাম মোঃ আবদুর রহমান আমিন। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ঢ়ন্দ্রঘোনা থানার ওসি আনছারুল হক জানান,  ম গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনার দিন দুপুরে বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়াস্থ বাঙ্গালহালিয়া টু বান্দরবানগামী উহিন মার্কেটের সামনে অভিযান চালায়। এসময় ২৫০ গ্রাম গাঁজা সহ মোঃ আবদুর রহমান আমিন(৪৫), পিতা- মৃত কাঞ্চন মিয়া, বর্তমান ঠিকানা, সাং- সুখ বিলাস, পদুয়া ইউনিয়ন, থানা- দক্ষিণ রাঙ্গুনীয়া, জেলা-চট্টগ্রাম’কে আটক করে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে  ওসি জানান ।
আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।