চট্টগ্রামে আ. লীগ নেতাকে অপহরণ, ২ দিনেও মেলেনি খোঁজ
![](https://dailyjagojanata.com/wp-content/uploads/2024/10/bde243aa792b1b2b793773904abbaa35-671e8fb05765f-scaled.jpg)
জাগো জনতা অনলাইন।। চট্টগ্রামে টাকা লেনদেনের কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে অপহরণের দুদিন পরেও সন্ধান মেলেনি সাবেক আওয়ামী লীগ নেতা ছৈয়দুল আলম তালুকদারের (৬৫)। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ৬ মিনিটে নগরের বহদ্দারহাটের সিটি করপোরেশনের শৌচাগার সংলগ্ন জায়গা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ওই ব্যক্তি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। নগরীর বহদ্দারহাটে পরিবার নিয়ে থাকতেন তিনি।
নিখোঁজ ছৈয়দুল আলমের পরিবার জানায়, ঘটনার দিন দুপুরে ছৈয়দুল আলমকে এলাকার পরিচিত সেলিম নামে এক ব্যক্তি ব্রিক ফিল্ডের ব্যবসার টাকা লেনদেনের কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে (ছৈয়দুল আলম) মাঝখানে বসিয়ে জোরপূর্বক নিয়ে যায়। এলাকার একটি সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়ে। ওইদিন নিখোঁজের ঘটনায় পাঁচলাইশ থানায় জিডি করা হয়। এরপর সারাদিন ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার (২৭ অক্টোবর) অপহরণকারীরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন,‘ঘটনাটি আমরা মামলা হিসেবে নিয়েছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ইতিমধ্যে আমাদের অফিসারেরা কাজ শুরু করেছেন।