ঢাকা | অক্টোবর ১৬, ২০২৪ - ৫:১২ পূর্বাহ্ন

গোমস্তাপুরে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় সভা

  • আপডেট: Thursday, September 12, 2024 - 3:22 pm

গোমস্তাপুর থেকে আনোয়ার হোসেন।।

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সহ ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।

 

এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা এ্যাড.নুরুল ইসলাম সেন্টু, এনায়েত করিম তোকি, তারিক আহমেদ, আসাদুল্লাহ আহমেদ, জামায়াত নেতা ডাঃ মোঃ মিজানুর রহমান, প্রফেসর মোঃ তরিকুল ইসলাম বকুল, ছাত্র প্রতিনিধি মোত্তাকিন,মমিন, শুভ, রিদয়,হিজবুল্লাহ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মীরা