ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১২:১১ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে কাটাবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

  • আপডেট: Sunday, September 17, 2023 - 6:34 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ 

সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার গো‌বিন্দগঞ্জের কাটাবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালিত হয়েছে।

এ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা ২নং কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে সকাল ১১টায় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জননেতা জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ, ইউনিয়ন পরিষদের সচিব আলহাজ্ব আজমল হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, শহিদুল ইসলাম, আবু বকর সিদ্দিক সাংবাদিক আঃ খালেক মন্ডল, ইমরান হোসেন প্রমুখ। আলোচনা সভায় তৃণমূল পর্যায়ের ব্যাপক কর্মকান্ড বাস্তবায়ন লক্ষে  সাধারণ মানুষের দৌড় গড়ায় সুফল ভোগ করতে পারে এর জন্য পরিষদের সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানানো হয়। স্টল স্থাপনসহ অন্যান্য কর্মসূচি পালন করা।