ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ১০:২৪ অপরাহ্ন

গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন যারা

  • আপডেট: Tuesday, November 21, 2023 - 6:52 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র কিনলেন যারা তারা হলেন বর্তমান এমপি বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামী লীগ সদস্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহামুদুল হক, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাড. জরিদুল হক, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আজিজুর রহমান সরকার, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাহারিয়া খান বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক সহিদুল্যাহেল কবির ফারুক, আ’লীগ সদস্য ও দড়ি জামালপুর রোকেয়া সামাদ দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজার রহমান বিএসসি, জেলা পরিষদ সদস্য উপজেলা আ’লীগ সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এসএম আব্দুর রহমান প্রমুখ। স্ব-স্ব আস্থাভাজন ও অনুসারীসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে হতে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে মনোনয়নপত্র কেনার সংখ্যা আরো বাড়তে পারে ধারণা করা হচ্ছে। এ আসনে দলীয়, জোট, মহাজোট ও স্বতন্ত্র হিসেবে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন বা করবেন এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।