ঢাকা | অক্টোবর ১৫, ২০২৪ - ১:০৫ অপরাহ্ন

শিরোনাম

গাইবান্ধায় সমাজসেবার দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন 

  • আপডেট: Wednesday, November 22, 2023 - 3:53 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধা শহর সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে দুইদিনব্যাপী সংশ্লিষ্ট উপকারভোগী ও কর্মচারীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হযেছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে শহর সমাজসেবা কার্যালয়ে নিজস্ব হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক। সহকারী পরিচালক মো. কামরুল হাসান সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা (রেজি:) অফিসার মো. মিজানুর রহমান, শহর সমাজসেবার সমন্বয়কারী রাজীব কুমার বাগচী, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক আবেদুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা মুরাদুজ্জামান সরকার, হারুন উর রশিদ বাদল প্রমুখ। এই প্রশিক্ষণে মোট ২৮ জন অংশ গ্রহণ করে।