ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

গাইবান্ধায় পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে যুবজোটের বিক্ষোভ মিছিল 

  • আপডেট: Saturday, November 11, 2023 - 2:59 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শনিবার জাতীয় যুব জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ২নং রেলগেট জাসদ অফিসের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে জাসদ অফিসের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, শ্রমিক জোট জেলা সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাবু, জাতীয় যুব জোট জেলা সভাপতি সুজন প্রসাদ, সহ-সভাপতি আনোয়ার পারভেজ, যুবজোট নেতা মামুনুর রশিদ রুবেল, দুর্লভ প্রধান, রফিকুল ইসলাম মিলন, শাহাদত হোসেন সবুজ, শফিজল হোসেন, সিদ্দিক হোসেন, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা রোকনুদৌলা, ফিরোজ কবির রানা প্রমুখ।

বক্তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, জামায়াত-বিএনপির অগ্নি সন্ত্রাস, হরতাল অবরোধ ও দেশী-বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।