ঢাকা | অক্টোবর ১৫, ২০২৪ - ১:০৩ অপরাহ্ন

শিরোনাম

গাইবান্ধায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা 

  • আপডেট: Friday, September 8, 2023 - 3:51 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ ‘উন্নয়ন স্বাক্ষরতাকে উত্তরণে বিশ্বের জন্য-টেকসই ও শান্তিপূর্ণ সমাজের জন্য ভিত্তি গড়ে তোলা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।  শুক্রবার (৮ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই)সহ কয়েকটি এনজিওর সহযোগিতায় যৌথভাবে কর্মসূচি পালন করে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাষক (রাজস্ব) জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, গাইবান্ধা প্রেস ক্লাব কেএম রেজাউল হক ওএসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি আশরাফুল আলম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের সার্বিক উন্নয়ন এবং এর মানবসম্পদ সম্পূর্ণভাবে শিক্ষাসহ এর অগ্রগতির ওপর নির্ভরশীল। তারা দেশের চর ও প্রত্যন্ত অঞ্চল ছাড়াও সকল শিশুকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।