ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৪ - ৩:৫২ অপরাহ্ন

খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল একই পরিবারের ২ শিশুর

  • আপডেট: Friday, August 16, 2024 - 1:57 pm

নোয়াখালী থেকে স্বপন।। নোয়াখালীর চাটখিলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাঁরা বাড়ির সামনে উঠানে খেলতে গিয়ে এ ঘটনা ঘটে।  নিহত দুই শিশু একে অপরের আপন ভাই ছিলেন।

 

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুলালপুর গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো উপজেলার দুলালপুর গ্রামের মুন্সি বাড়ির সাইফুল ইসলামের ছেলে মো. সাইমুন (৭) ও একই বাড়ির ইউসুফের ছেলে মো. ঈশান (৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিল। ওই সময় দুই ভাই বাড়ির উঠানে খেলা করছিল। পরে কোনো এক সময় দুই ভাই পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে অন্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক পর একে একে দুজনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

 

নিখোঁজ পুলিশ সদস্যের বস্তাবন্দি লাশ মিলল ডোবায়
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হক বলেন, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।