ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৪ - ১১:২৬ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

  • আপডেট: Sunday, January 28, 2024 - 4:24 pm

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে বালু ভর্তি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল কাদের চৌধুরী (২৭) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নুরুল কাদের চৌধুরী ব্যাটালিয়ন এলাকার আফসার হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

জানা যায়, নুরুল দুপুরে মোটরসাইকেলে করে খাগড়াছড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা নুরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথে মানিকছড়ির কাছাকাছি গেলে তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির হাসান বলেন, ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।