ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৫:৫১ অপরাহ্ন

কোটা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোলায় মোমবাতি প্রজ্জ্বলন

  • আপডেট: Wednesday, August 7, 2024 - 4:36 pm
এএসটি সাকিলঃ- বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের শ্রদ্ধা জানাতে বোরহানউদ্দিন উপজেলা শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের আয়োজনে বুধবার সন্ধ্যায় উপজেলা চত্বরে শহিদ মিনারে মোমবাতি প্রোজ্জ্বলন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র মাহফুজুর রহমান আকাশ, আহম্মেদ শাকিল, শাহ মোহাম্মদ উল্লাহ, ফরহাদুর রহমান সোহান, আহসান উল্লাহ, আবিদ, এম এমদাদ খান, অভি, জাহিদুল ইসলাম, মোঃ রাহাদ, জাহিদুল ইসলাম তুহিন, ইমাম হোসেন, মোঃ শামিম আলম, রিজোয়ান, মাসুহু রহমান মাটি, মোঃ হেলাল সহ উপজেলার বিভিন্ন কলেজের ছাত্ররা মোমবাতি প্রোজ্জ্বলন করেন।
এসময় বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এইচ.এম.এরশাদ, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন নয়ন, দৈনিক আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পন্ডিত, সিনিয়র সহ সভাপতি রনি ইসলাম,  সাধারণ সম্পাদক এএসটি আক্তার হোসেন শাকিল, সাংগঠনিক সম্পাদক আশিক পন্ডিত, নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।