ঢাকা | অক্টোবর ১৩, ২০২৪ - ৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুসহ এক নারী নিহত

  • আপডেট: Thursday, July 27, 2023 - 4:16 am

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুসহ এক নারী নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে তাঁরা নিহত দুজন মা-মেয়ে। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম।

তিনি জানান, দুই বছর বয়সী মেয়েকে নিয়ে বিজয়পুর বাজার ও আশপাশের এলাকায় ভিক্ষা করতেন মা। বুধবার সন্ধ্যার দিকে মেয়েকে নিয়ে বিজয়পুর রেলক্রসিং পার হবার সময় বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি বলেন, মারা যাওয়া দুইজনের পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। মারা যাওয়া মায়ের বয়স আনুমানিক ৪০ বছর। তাদের মরদেহ পুলিশ হেফাজতে আছে।