ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৬ - ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

কুতুবদিয়ার নৌপথে সী-ট্রাকের উদ্বোধন কাল

  • আপডেট: Saturday, January 24, 2026 - 6:41 pm

এআর. আব্বাস সিদ্দিকী (কুতুবদিয়া)। বহু প্রতীক্ষিত স্বপ্নের সী-ট্রাক অবশেষে উদ্বোধনের মধ্য দিয়ে কুতুবদিয়ার মানুষের নৌপথে দুর্ভোগের কিছুটা অবসান ঘটতে যাচ্ছে। কাল রবিবার কুতুবদিয়া-মগনামার নৌপথে “এসটি ভাষা শহীদ জব্বার” নামের সী-ট্রাক উদ্বোধন করা হবে। এটিতে যাত্রী ধারণক্ষমতা ২৫০ জন।
জানা যায়, শনিবার সকাল ১১টায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন এটি উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সলিম উল্লাহসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
এদিকে, উদ্বোধনের জন্য শনিবার একটি সী-ট্রাক পেকুয়া উপজেলার মগনামার জেটিঘাটে নিয়ে আসা হয়েছে। সী-ট্রাকটি এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করছে। উদ্বোধন উপলক্ষে কুতুবদিয়ার বড়ঘোপ জেটিঘাট সুসজ্জিত করা হয়েছে। সী-ট্রাক চালুর খবরে কুতুবদিয়ার মানুষদের মাঝে আনন্দের জোয়ার বইছে। তবে, সাগরবেষ্টিত এই দ্বীপের সাধারণ মানুষ নিরাপদ ও সহজ যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য ফেরি ব্যবস্থার বাস্তবায়ন চান কুতুবদিয়াবাসী।