ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৩:০১ পূর্বাহ্ন

কাশিমপুরে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন

  • আপডেট: Wednesday, September 27, 2023 - 8:02 am

ইউসুফ আলী খান।।

গতি সেবা ত্যাগ “ দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” স্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগরের কাশিমপুরে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুরের কাশিমপুর সারাবো এলাকায় মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক (এমপি)।

এ সময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন,গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলামসহ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর কাশিমপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মীর আসাদুজ্জামান তুলা, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ মনির হোসেন মন্ডল, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহিন মোল্লা, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুস সালাম আহমেদ আব্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।