ঢাকা | অক্টোবর ১৬, ২০২৪ - ৪:৫৮ পূর্বাহ্ন

কাশিমপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • আপডেট: Thursday, September 26, 2024 - 5:19 pm

সিনিয়র রিপোর্টার।।

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন জিরানী বাজার সাকিনস্ত হামিম গ্রুপের দ্যাটস ইট নিট লিঃ ফ্যাক্টরির ভিতরে ওয়েল্ডিং কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১১টায় কাশিমপুরের জিরানি এলাকায় হামিম গ্রুপের দাটস ইট নিট লিঃ কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত সুলতান মাহমুদ (২৯) বগুড়া জেলার ধনুট উপজেলার চুনিয়াপাড়ার আব্দুল কাদেরের ছেলে। তিনি দ্যা টস ইট নিট লিঃ এর ওয়েলডার হিসাবে কাজ করতেন। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকার কাঁঠালতলা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রাথমিকভাবে জানা যায় যে, গত ২৬ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় ভিক্টিম দ্যাটস ইট নিট লিঃ ফ্যাক্টরির ০১ নং বিল্ডিং এর ৮ম তলা ভবনের ২য় তলায় টেবিলের উপর দাড়িয়ে ক্যাবল ট্রি এর ওয়েল্ডিং এর কাজ করার সময় অসতর্কতা বশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেবিলের উপর থেকে মেঝেতে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে এবং বাম হাতে আঘাতপ্রাপ্ত হয়। দ্রুত চিকিৎসার জন্য ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে ১১.১৫ ঘটিকায় মৃত ঘোষণা করেন।

কাশিমপুর থানার এস.আই (নি:) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে কাশিমপুর থানার এসআই জাহাঙ্গীর আলম এর সাথে কথা হলে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিং এর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়ে। একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।