ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৪ - ১:০০ অপরাহ্ন

কাশিমপুরে গাঁজাসহ যুবক আটক

  • আপডেট: Sunday, September 10, 2023 - 8:18 am

ইউসুফ আলী খান।।  গাজীপুর মহানগরের কাশিমপুরে এলাকায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবকের নাম শাওন।

শনিবার (০৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০.৪৫ তাকে আটক করে কাশিমপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু মাদক ব্যবসায়ী ভূমিহীন আশ্রয়ণ প্রকল্প এলাকায় মাইমুন মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদক ক্রয় বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে কাশিমপুরের ৫ নং ওয়ার্ডের সুরাবাড়ি এলাকা থেকে শাওন হোসেনকে আটক করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একাব আলী নামের আরেক মাদক কারবারি পালিয়ে যান। এসময় আটক শাওন এর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত শাওন  দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছিলো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।