ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাই দিনব্যাপী মহিলা উন্নয়ন অনুবিভাগভুক্ত সমবায়ীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট: Tuesday, January 20, 2026 - 6:49 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মহিলা অনুবিভাগ, কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে মহিলা উন্নয়ন অনুবিভাগভুক্ত সমবায়ীদের নিয়ে দিনব্যাপী দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এতে ৩০ জন সমবায়ী অংশ নিচ্ছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এতে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন রাঙামাটি জেলা বিআরডিবির উপপরিচালক মো. এনামুল হক এবং কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী।
স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের।