ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৮:১৮ পূর্বাহ্ন

কাপ্তাইয়ে বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন অংসুইছাইন চৌধুরী 

  • আপডেট: Saturday, March 2, 2024 - 1:09 pm
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:  রাঙামাটির জেলা পরিষদ এর অর্থায়নে নির্মিতব্য  কাপ্তাই উপজেলার  ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি ভেলাপ্পা পাড়া বৌদ্ধ বিহার ভিত্তি প্রস্থর স্থাপন করলেন  রাঙামাটি  জেলা পরিষদ এর সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি  অংসুই ছাইন চৌধুরী। শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় তিনি এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময়  কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা  ধনা,  ইউপি সদস্য  সরোয়ার হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াদুল আলম রনি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবায়ের হোসেন জাবেদ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিহার কতৃপক্ষ ও এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।