ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, January 20, 2026 - 7:24 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫” বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় কাপ্তাইয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকারী দলের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমিন সভার শুরুতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫” বিষয়ে ভিডিওচিত্রের মাধ্যমে এই প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবন্ধে তিনি উপস্থাপন করেন, নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে প্রত্যেক নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি বা প্রযোজ্য ক্ষেত্রে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বিধিমালার বিধি ৪ হইতে বিধি ২৫ পর্যন্ত বিধানাবলি অনুসরণ করিতে হইবে। কোনো প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান ও বরাদ্দ প্রদান করা যাবে না। কোনো রাজনৈতিক দল বা প্রার্থী কিংবা তাহার পক্ষ হইতে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচন-পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী বা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা, অনুদান বা উপঢৌকন প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার বা প্রতিশ্রুতি প্রদান করিতে পারিবেন না। কোনো প্রার্থী কোনো প্রতিষ্ঠান, সমিতি বা সংগঠন হইতে কোনো প্রকার সংবর্ধনা গ্রহণ করিতে পারিবেন না। নির্বাচনে প্রচারকাজে সরকারি সার্কিট হাউজ, ডাকবাংলো ও রেস্ট হাউজ ব্যবহার করা যাবে না।
এছাড়া প্রবন্ধে ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত সমস্ত বিধিমালা উপস্থাপন করেন।
অবহিতকরণ সভায় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের কাপ্তাই উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির উপদেষ্টা ডা. রহমত উল্লাহ, উপদেষ্টা ইকরাম হোসেন বেলাল, আহ্বায়ক লোকমান আহমেদ, সদস্য সচিব দিলদার হোসেন, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশিদ, কাপ্তাই উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আবুল হাসেমসহ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।