ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১২:৪৪ পূর্বাহ্ন

কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপির

  • আপডেট: Friday, November 1, 2024 - 4:58 pm

জাগো জনতা অনলাইন।। রাজধানীর কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক গণবিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে ডিএমপি।

ডিএমপি কমিশনার মাইনুল হাসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর ১১১-৭৬)–এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

উল্লেখ্য, পাইওনিয়ার রোড ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইল ঠিকানাটি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। গতকাল এই কার্যালয়ে ভাঙচুর চালানো হয় ও আগুন দেওয়া হয়।