কক্সবাজারে মাদকসম্রাজ্ঞীসহ ৫ জন আটক, অস্ত্র-ইয়াবা ও কোটি টাকার লেনদেনের নথি জব্দ
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার সদরের খরুলিয়া নয়াপাড়া ও ডেইঙ্গাপাড়া এলাকায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে কথিত মাদকসম্রাজ্ঞী শামসুন্নাহারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ টাকা, স্বর্ণালংকার এবং কোটি টাকার লেনদেনসংক্রান্ত নথিপত্র জব্দ করা হয়।
শনিবার গভীর রাতে পরিচালিত এ অভিযানের বিষয়টি রোববার সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী নয়াপাড়া ও ডেইঙ্গাপাড়ায় অভিযান চালায়। এ সময় শামসুন্নাহার ও তার তিন সহযোগীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচটি দেশীয় অস্ত্র, ৬২১টি ইয়াবা বড়ি, নগদ ১৩ লাখ ২ হাজার ৫২০ টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, তিনটি ফাঁকা চেক, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন ফোন, ১২টি ফাঁকা স্ট্যাম্প এবং সন্দেহজনক লেনদেনসংক্রান্ত বেশ কিছু নথি জব্দ করা হয়।
নথিপত্রে প্রায় ১১ কোটি টাকার লেনদেনের তথ্য রয়েছে বলে দাবি করেছে যৌথ বাহিনী।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে একইদিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু উপজেলার গর্জনিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুম্মান হোসেন নামে এক আরএসও সদস্যকে আটক করা হয়েছে। তাকে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।











