ঢাকা | জানুয়ারী ২২, ২০২৬ - ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটির উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধকরণ সভা

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 7:29 pm

রাঙ্গামাটি প্রতিনিধি।
“দেশের চাবি আপনার হাতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের পক্ষে সচেতনতামূলক আলোচনা ও প্রচারণা পরিচালিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
তিনি উপস্থিত ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা জুমার খুতবা, ওয়াজ ও ধর্মীয় আলোচনার মাধ্যমে জনগণকে গণভোটের গুরুত্ব বোঝাবেন, গণভোট প্রদানে উৎসাহিত করবেন এবং যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তি থেকে মানুষকে দূরে রাখবেন।
তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বাস করে, আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি সচেতন, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ গণভোট বাস্তবায়ন সম্ভব হবে।
সভায় রাঙ্গামাটি শহরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন। তাঁরা গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।