ইসলামপুর ফাতেমা-সাঈদ হেফজখানা’র ছাত্রদের মাঝে পিসিএনপি’র কম্বল বিতরণ
বান্দরবান সংবাদদাতা।।
বান্দরবানে ইসলামপুর ফাতেমা-সাঈদ হেফজখানা’র ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারী ২০২৪) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ ইসলামপুর এলাকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার উদ্যোগ এ কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
আরো উপস্থিত ছিলেন, পিসিএনপি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ নাছির উদ্দীন, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল, বান্দরবান জেলা পিসিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আবছার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল, পৌরসভা পিসিএনপি’র সভাপতি মোঃ শামসুল হক সামুসহ অন্যান্য নেতৃবৃন্দ।