ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৪ - ৪:০২ অপরাহ্ন

আশুলিয়া থানা বিএমএসএফ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, April 6, 2024 - 6:13 pm

ইউসুফ আলী খান।। ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার বাইপাইল হাজেরা মার্কেটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আশুলিয়া থানা কমিটির উদ্যোগে প্রায় শতাধিক সাংবাদিক নেতৃবৃন্দদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর আশুলিয়া থানা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম রাজু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার ওসি অপারেশন নির্মল কুমার দাস , আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শহিদুল্লাহ মুন্সি, আশুলিয়া রিপোর্টার্স ক্লাব (শ্রীপুর) এর সভাপতি মোঃ হান্নান চৌধুরী, দৈনিক সময় বায়ান্ন পত্রিকার সম্পাদক শম্ভু চন্দ্র সরকার, দৈনিক আলোকিত কন্ঠ পত্রিকার সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ প্রেসক্লাবের আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ বাবুল আহমেদসহ প্রমুখ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন এর সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইউসুফ আলী খান এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আর টিভি আশুলিয়া প্রতিনিধি সৌরভ, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সদস্য সোহেল রানা,আশুলিয়া থানা বিএমএসএফ এর সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম স্বপন, বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ আলী হোসেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক হাসান ভুইঁয়া, দৈনিক আজকের কাগজ পত্রিকার সাংবাদিক আলী রাজ,দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার সাংবাদিক সোহাগ হাওলাদার, সাংবাদিক ছোঁয়া, মজিবুর রহমান, দেলোয়ার হোসেন মন্ডল, করম আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে বিএমএসএফ এর সাফল্য ও মুসলিম জাহানের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।