ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৪ - ৩:৩০ পূর্বাহ্ন

আশুলিয়ায় গাঁজাসহ আটক ১

  • আপডেট: Thursday, March 21, 2024 - 1:17 pm

ইউসুফ আলী খান।। ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় গাঁজাসহ বেল্লাল হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১ কেজি গাঁজাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোররাতে আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত বেল্লাল হোসেন (৩২) পিরোজপুর জেলার সদর থানার পোরগোলা এলাকার আঃ রশিদ হাওলাদারের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার কুরগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, বুধবার রাতে আশুলিয়ার বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে গাঁজাসহ এক মাদক কারবারি আটক করা হয়। পরে তার নিকট থেকে এক কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারি বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।