ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৪ - ১:১৬ অপরাহ্ন

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে নারী নিহত

  • আপডেট: Tuesday, September 17, 2024 - 6:17 pm

সিনিয়র রিপোর্টার।।

শ্রমিক অসন্তোষ যেন ছাড়ছেই আশুলিয়ার পোশাক কারখানা গুলোতে। আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রোকেয়া বেগম নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় অন্তত আরও ১৫/২০ জন শ্রমিক আহত হয়েছেনও বলে জানা যায়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাসকাট ও রেডিয়্যান্ট নামক পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম (এসপি) বিষয়টি নিশ্চিত করেছেন।

রোকেয়া বেগম আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাসকট গার্মেন্টস লিমিটেডের সহকারী অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ম্যাসকট গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পার্শ্ববর্তী রেডিয়্যান্ট গার্মেন্টস নামে অপর আরেকটি পোশাক কারখানার শ্রমিকদেরও কাজ বন্ধ করে তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে ম্যাসকট গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিকরা রেডিয়্যান্ট গার্মেন্টসে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এরই জেরে দুই গার্মেন্টসের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটের আঘাতে রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ১৫/২০ জন শ্রমিক।

 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম (এসপি) বলেন, সকাল পৌনে ৯টার দিকে ম্যাসকট ও রেডিয়েন্স দুই পক্ষের সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ জিরাবোর স্থানীয় বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থলে শিল্প পুলিশসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে।