ঢাকা | অক্টোবর ১৬, ২০২৪ - ৪:৪২ পূর্বাহ্ন

আফরোজা কণা’র জন্মদিন উপলক্ষ্যে ‘আনন্দ সন্ধ্যা’

  • আপডেট: Tuesday, January 30, 2024 - 7:29 am

জাগো জনতা ডেস্কঃ  আজ (৩০ জানুয়ারি ২০২৪) মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকাস্থ সুন জি চাইনিজ রেস্টুরেন্টে কবি আফরোজান কণা এর জন্মদিন উপলক্ষ্যে সুরঞ্জনা নিবেদিত ‘আনন্দ সন্ধ্যার’ আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিল্প-সংস্কৃতি অঙ্গণের বিশিষ্ট গুণীজন, কবি-সাহিত্যিক-সাংবাদিক সহ অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের ঘোষক, কবি, লেখক, আবৃত্তিকার ও সংবাদ উপস্থাপক আফরোজা কণা। প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী হিসেবেও আফরোজা কণা দীর্ঘ সময় ধরেই গানের জগতে বিচরণ করছেন। এ পর্যন্ত বেশকিছু গান প্রকাশ হয়েছে তার। এছাড়াও আফরোজা কণা বাংলাদেশ বেতারের একজন উপস্থাপিকা এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী।