ঢাকা | অক্টোবর ১৬, ২০২৪ - ৫:০৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশ

  • আপডেট: Thursday, August 22, 2024 - 5:42 pm

জাগো জনতা অনলাইন।। মক্কায় ৪৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে ২ গ্রুপেই বাংলাদেশ প্রথমস্থান অর্জন করেছে। হাফেজ আনাস বিন আতিক ৩০ পারা গ্রুপে ও হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।

গতকাল (২১ আগস্ট) বুধবার রাতে সৌদি আরবে মক্কায় এশার নামাজের পর পবিত্র হারাম শরীফের ভিতর ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফাইনাল রাউন্ডে বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন। পুরস্কার ২ লাখ রিয়াল যা বাংলাদেশের ৬৫ লাখ টাকা।

এছাড়াও হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন। পুরস্কার ১লাখ ৫০ হাজার রিয়াল যা বাংলাদেশের ৫০ লাখ টাকা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজকীয় সৌদি সরকারের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এর পক্ষ থেকে মক্কার ডেপুটি গর্ভনর আল সাউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ আল সাউদ, রাজকীয় সৌদি সরকারের ধর্ম মন্ত্রী শেখ ডা. আবদুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ, কাবা শরীফের ইমাম ডা. আব্দুর রহমান আল সুদাইস, শেখ মাহের আল মুজেজাকলি, শেখ আব্দুল্লাহ আবাদ আল জোহানি, শেখ তাওসারি সহ সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ।

গত ৪ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১২৩টি দেশের ১৭৪ জন কুরআনে হাফেজরা অংশগ্রহণ করেন।