ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:১৯ অপরাহ্ন

আনোয়ারা সরকারি কলেজের বসন্ত উৎসব অনুষ্ঠিত 

  • আপডেট: Wednesday, March 6, 2024 - 12:33 pm
আনোয়ারা প্রতিনিধি।।  নানা আয়োজনে আনোয়ারা সরকারি কলেজের বসন্ত  উৎসব ১৪৩০ বঙ্গাব্দ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন।
এসময় আনোয়ারা সরকারি কলেজের কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপাধ্যক্ষ মুহাম্মদ রিদুয়ানুল হক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সিরাজী,আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম,সংগঠক শেখ আব্দুল্লাহ, ছাত্রনেতা ফারুক ইসলাম, সহ
কলেজের শিক্ষক -শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক গণ উপস্থিত ছিলেন।
বসন্ত উৎসবে কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই উপলক্ষে আয়োজিত মেলায় বিভিন্ন প্রকারের গ্রামীন পঠা উৎসব প্রদর্শন করা হয়। প্রধান অতিথি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. ইশতিয়াক ইমন ও অতিথিরা স্টর পরিদর্শন করেন।