ঢাকা | অক্টোবর ১৬, ২০২৪ - ৪:১০ পূর্বাহ্ন

আনোয়ারা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি কংশরাজ দত্ত ও সম্পাদক সজল দাশ 

  • আপডেট: Thursday, February 29, 2024 - 12:35 pm
আনোয়ারা প্রতিনিধি।। 
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার কমিটি গঠন কমিটি গঠন করা হয়েছে।
গ্রাম ডাক্তার কংশ রাজ দত্ত সভাপতি,গ্রাম ডাক্তার সজল দাশ সাধারণ সম্পাদক ও গ্রাম ডাক্তার শম্ভু রঞ্জন দত্ত কে অর্থ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
গতকাল দুপুরে কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত মোতাবেক কমিটির প্রধান উপদেষ্টা গ্রাম ডাক্তার শফিকুর রহমান ২বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন  বিগত কমিটির সভাপতি সজল মিত্র  সাধারণ সম্পাদক  মোহাম্মদ জানে আলম,  অর্থ সম্পাদক শম্ভু রঞ্জন দত্ত উপদেষ্টা   মন্টু মোহন নাথ  সহ সভাপতি  পি কে দাশ বাবুল, সাবেক অর্থ সম্পাদক  দীলিপ কুমার দাস, জাহাঙ্গীর আলম,আবুল খায়ের ,বাবুল চন্দ্র শীল,সরোয়ারুল হক,শামশুল ইসলাম,আব্দুল মান্নান,সরোয়ারুল আলম,আহমদুর রহমান,এম এ মান্নান, মোহাম্মদ জাফর, মোহাম্মদ বেলাল, দিদারুল আলম,সন্তোষ শীল প্রমুখ।
উল্লেখ্য,আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন প্রধান উপদেষ্টা গ্রাম ডাক্তার শফিকুর রহমান।