ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:২২ অপরাহ্ন

আনোয়ারায় প্রবাসীদের উদ্যোগে দিবারাত্রি মিনিবার অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

  • আপডেট: Wednesday, February 21, 2024 - 2:01 pm
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি।।
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আনোয়ারা উপজেলায় বারশত ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া নুন্নের পাড়া একতা সংঘ প্রবাসীদের উদ্যোগে, দিবারাত্রি মিনিবার অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় বোয়ালিয়া খলিফার মসজিদের উত্তর পার্শ্বে সংলগ্ন মাঠে এ খেলার উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী।
ভাষ্যকার সাইফুল রহমান বাবুলের সঞ্চালনায় উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, আব্দুল মালেক, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক  মাঈন উদ্দীন গফুর খোকন।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউচুপ, মোহাম্মদ  মহিউদ্দিন, নঈম উদ্দীন হাম্মদ কায়সার, কামাল  উদ্দীন, সাখাওয়াত মাহিন প্রমুখ। বোয়ালিয়া ফুটবল একাডেমী বোয়ালিয়া সান লাইন্স স্পুটিং ক্লাব হারিয়ে জয় লাভ করেন।