ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৪ - ১:৫৮ অপরাহ্ন

আইন সচিব গোলাম সারওয়ার ওএসডি, চলতি দায়িত্বে গোলাম রাব্বানী

  • আপডেট: Sunday, September 8, 2024 - 2:40 pm

জাগো জনতা অনলাইন।। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি করে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে। এ শূন্যপদে আইনমন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন-১) গোলাম রাব্বানীকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রোববার (৮ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ গোলাম মাহবুবকে আইন কমিশনে বদলি ও বিকাশ কুমার সাহাকে ওএসডি করা হয়। আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়েছে।