ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৬ - ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

অগ্নি নিরাপত্তা জোরদারে রাঙামাটি ফায়ার স্টেশনের গণসংযোগ

  • আপডেট: Saturday, January 24, 2026 - 6:40 pm

রাঙামাটি প্রতিনিধি।
রাঙামাটি শহরের তবলছড়ি সংলগ্ন স্বর্ণটিলা এলাকায় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে রাঙামাটি ফায়ার স্টেশন।
শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী এই কার্যক্রমে এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মাঝে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
কর্মসূচির আওতায় ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে গিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম, বৈদ্যুতিক ঝুঁকি এড়ানোর উপায় এবং অগ্নিকাণ্ড ঘটলে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে আশপাশের পানির উৎস চিহ্নিত করা হয় এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নিকটবর্তী ফায়ার স্টেশনের নম্বর ০১৯০১-০২১৬৩৭ ও জাতীয় হটলাইন ১০২ সম্পর্কে সবাইকে জানানো হয়।
এ বিষয়ে এলাকার এক ব্যবসায়ী বলেন, আমরা প্রতিদিন দোকানে বসি, কিন্তু আগুন লাগলে কীভাবে সামলাতে হয় তা অনেকেই জানি না। আজ ফায়ার সার্ভিস থেকে এসে হাতে-কলমে বুঝিয়ে দেওয়ায় বিষয়টি পরিষ্কার হয়েছে। এটা আমাদের জন্য খুবই উপকারী।
একই এলাকার একজন সাধারণ বাসিন্দা বলেন,
আগুন লাগলে কোথায় ফোন করতে হবে সেটাই অনেক সময় জানা থাকে না। আজ জানলাম ১০২ নম্বরে ফোন করলেই দ্রুত সাহায্য পাওয়া যায়। এমন উদ্যোগ আরও হলে মানুষ সচেতন হবে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতাই সবচেয়ে কার্যকর উপায়। এ কারণে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।