ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৪:২৯ পূর্বাহ্ন

অগাস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রীকল্যাণ সমিতি

  • আপডেট: Thursday, September 19, 2024 - 1:17 pm

জাগো জনতা অনলাইন।। সারা দেশে গত অগাস্ট মাসে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে ৪৭৬ প্রাণ; আর ৯৮৫ জন আহত হয়েছেন বলে তুলে ধরেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতি বলেছে, গত মাসে রেলপথে ১০টি দুর্ঘটনায় আটজন নিহত এবং নৌপথে ১৩টি দুর্ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন।

অগাস্টে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার খবর পর্যালোচনা করে যাত্রী কল্যাণ সমিতি এই তথ্যভাণ্ডার তৈরি করে থাকে।

গত মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনায় পড়েছে মোটরসাইকেল। এই সময়ে ১৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৬ জন নিহত ও ২০১ জন আহত হয়েছেন। মোট দুর্ঘটনার তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনা ৪১ দশমিক ৩২ শতাংশ এবং এতে নিহতের সংখ্যা ৪৩ দশমিক ২৭ শতাংশ।

যাত্রী কল্যাণ সমিতি বলেছে, অগাস্টে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১২১ জন নিহত ও ২৬১ জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৯৩ জন আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে চালক সবচেয়ে বেশি, ৯০ জন। ৭৫ জন পথচারী, ৩৯ জন পরিবহন শ্রমিক, ৫৪ জন শিক্ষার্থী, ৬৬ জন নারী এবং ৪৯ জন শিশু রয়েছে।